Main Menu

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে-আখাউড়ায় আইনমন্ত্রী

+100%-

বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম দেশ হিসেবে গড়ে তুলতে হবে এবং এই গড়ে তুলার আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে দাবি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আসুন আমরা সকলে বাংলাদেশ গড়ার জন্য এবং সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই।

আজ শুক্রবার(১৬ আগস্ট)সকালে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআনখানি ও আলোচনা  সভায় অংশগ্রহণ করতে  আখাউড়ায় আসেন এই আসনের সংসদ সদস্য আনিসুল হক।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন  স্টেশনের পূর্ব দিকের মাইক্রোস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়া তার জন্মদিন পালন থেকে সরে এসে আজ ১৬ আগস্ট তার ৭৫ তম জন্মদিন পালন করছে সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ওনার(খালেদা জিয়া) জন্মদিন প্রত্যেক দিন বদলায়।আজকে যদি ওনি ওনার জন্মদিন পালন করে তাহলে এটা তার ৭৫ তম জন্মদিন হবেনা, এটা ওনার প্রথম জন্মদিন হবে।কতো যে প্রথম জন্মদিন ওনার আছে আল্লাহ মালিক জানে।’    এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা সদা সজাগ থাকবেন। এই ষড়যন্ত্রকারীদের আমাদের নির্মূল করতে হবে এবং আমি সেই জন্য বলি যদি এই ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্রতে লিপ্ত থাকে, তাহলে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে ইনশাআল্লাহ।’                    বঙ্গবন্ধুর হত্যাকারীরা কোথায়, কেমন আছে এবং তাদেরকে কবে দেশে ফিরিয়ে আনা হবে এ বিষয়ে আইনমন্ত্রী জানান,’বঙ্গবন্ধুর হত্যাকারী ২ জন কোথায় আছে আমরা জানি।৪ জনের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।এই ২ জন যেখানে আছে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য  করে আইনমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বসে নাই,ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। আর যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয় এবং গণতন্ত্র কে ব্যাহত করার চেষ্টা করে তাহলে তাদেরকে আইনীভাবে উচিত শিক্ষা দেয়া হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাইছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, ইউএনও তাহমিনা আক্তার রেইনা, ওসি রসুল আহমেদ নিজামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাপলু ও সাধারণ সম্পাদক নয়ন প্রমুখ।






Shares