ছেলে প্রবাসে যাবে, কাপড় ইস্ত্রি করতে গিয়ে মায়ের মৃত্যু



আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শিল্পী বেগম (৪০)। তিনি ওই গ্রামে বাসিন্দা ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী।
জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« ব্রাহ্মণবাড়িয়া সদরে চুলার ধোঁয়া ঘরে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা, ছোট ভাইকে পিটিয়ে হত্যা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার »