Main Menu

আখাউড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে আলোচনাসভা

+100%-
আখাউড়া প্রতিনিধি :  আজ বুধবার(২০মার্চ)সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগরতলা-আখাউড়া সীমান্তের স্থলবন্দরের বিজিবি কোম্পানি সদরের ভিআইপি লাউন্সে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল মো.আলীমুল করিম চৌধুরী এবং বিএসএফ’র পক্ষে সেক্টর কমান্ডার গোকুলনগর ডিআইজি ব্রজেস কুমার নেতৃত্ব দেন। এসময় বিজিবি ২৫ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর এবং বিএসএফ ১২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মি. রতেœস উপস্থিত ছিলেন।
 জানা গেছে,এ বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়। এর মধ্যে সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষ জোরদার ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ, নারী ও শিশু পাচার, অবৈধ অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে অধিকতর সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন।  এর আগে সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফ-এর প্রতিনিধি দলকে ফুল দিয়ে সংবর্ধনা ও ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে বিজিবি কর্তৃপক্ষ।





Shares