Main Menu

আখাউড়ায় শশ্মানে শবদাহের আধুনিক চুল্লি উদ্বোধন করেন আইনমন্ত্রী

+100%-
শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের কলেজপাড়ায় শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন ও শ্রী শ্রী কার্তিকায় যজ্ঞ মহা উৎসবে উপস্থিত হয়ে শবদাহের আধুনিক  চুল্লি উদ্বোধন করেন আইনমন্ত্রী। তখন  হিন্দু সম্প্রদানের নেতৃবৃন্দ তাকে  স্বাগত জানান। তারপর  মহাশশ্মান পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় আইনমন্ত্রীরর হাতে।
আইনমন্ত্রী বলেন, এই জায়গা (শশ্মান) এবং আপনাদের কল্যাণে আমাকে আপনারা সাথী হিসেবে সব সময় পাশে পাবেন। আমরা সকলে মিলে কসবা- আখাউড়া তথা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শান্তি নিয়ে আসব। পরে তিনি সমস্ত পূজা মন্ডব পরিদর্শন করেন।তারপর মহানগর গোধুলী ট্রেন যোগে তিনি আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকার উদেশ্যে রওয়ানা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, শান্তিবন মহাশশ্মান পরিচালনা কমিটির সভাপতি হীরালাল সাহা, সাধারণ সম্পাদক সুমেশ দাস, সাংগঠনিক সম্পাদক রসিক লাল সাহা, আশ্রমের সেবায়েত শ্রী আশীষ ব্রহ্মচারী, পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া প্রমুখ।





Shares