Main Menu

আখাউড়ায় রেল ক্ষতিগ্রস্তদের মাঝে ৯০ লাখ ৬০ হাজার ৩৫৫ টাকার চেক বিতরণ

+100%-
মোহাম্মদ জুয়েল: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেলপথ নির্মাণ প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধা প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘সমাহার’ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। আজ বুধবার দুপুরে পৌরশহরের মসজিদ পাড়াস্থ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের ৯০,৬০, ৩৫৫ টাকার চেক তুলে দেওয়া হয়। আখাউড়ায় ‘সমাহার’ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- প্রকল্প প্রধান পুনর্বাসন কর্মকর্তা ও রেলওয়ে প্রকল্পের উপপরিচালক আনিসুর রহমান, প্রকল্পের ডেপুটি টিম লিডার মো. রুহুল আমীন, প্রকল্পের আবাসিক রিসেটেলমেন্ট স্পেশালিস্ট এলান সেলভেডর, আখাউড়া এরিয়া ম্যানেজার মো. শফিউল্লাহ প্রমুখ





Shares