Main Menu

১২ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে ৮ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

+100%-

এই রাস্তা নির্মাানের জন্য আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। আমরা নির্বাচনী ওয়াদা

পালন করতে গিয়ে আজকে এই প্রত্যন্ত এলাকায় ১২ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে ৮

কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করছি- র,আ,ম উবায়দুল

মুক্তাদির চৌধূরী এম.পি

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির রামপুর থেকে লক্ষীমুড়া পর্যন্ত ৮ কিলো মিটার রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মুক্তাদির চৌধূরী এ.পি।রবিবার সকাল ১০টায় রামপুরে এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন। পরে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তানভীর ভূঞার সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মুক্তাদির চৌধূরী এম.পি। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার, এল.জি.ইডি জেলা নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধূরী মন্টু, বিজয়নগর উপজেলা আওয়মীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, বিজয়নগর মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি প্রমূখ। উক্ত সভা পরিচালনা করেন বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান  বাবুল আক্তার। সভায় প্রধান অতিথির বক্তব্যে.মোকতাদির চৌধূরী এম.পি বলেন,এই সরকারের উন্নয়নের জোয়ার দেখে জামাত বি.এন.পি জোট দিশেহারা হয়ে পড়েছেন। আজকে যারা এই উন্নয়নের বাধা সৃষ্টি করছে তিনি তাদের কে প্রতিহত করার আহবান জানান। তিনি আরো বলেন,এই রাস্তা নির্মাানের জন্য আমাদের নির্বাচনী ওয়াদা ছিল আমরা নির্বাচনী ওয়াদা পালন করতে গিয়ে আজকে এই প্রত্যন্ত এলাকায় ১২ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে ৮ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করছি। এই সরকার একের পর এক উন্নয়ন করছে এবং জনগনের দুঃখ দুরদশা লাঘবের লক্ষ্যে আমরা এসকল উন্নয়ন কাজে হাত দিয়েছি আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে আগামী দিনে আরো ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিজয়নগর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। এ অনুষ্ঠনে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের এবং এর এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।






Shares