Main Menu

মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার ॥ ৩ সিএনজি ছিনতাইকারী গ্রেপ্তার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিক্সাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
জানা গেছে, রবিবার দুপুরে বিজয়নগর থানা পুলিশ উপজেলার পত্তন গ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনির পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
বিজয়নগর থানার ওসি আবদুর রব জানান, প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজা গুলো পাওয়া যায় । এ বাড়িটি পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগরে এক অভিযানে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিক্সা সহ মোঃ হানিফ(২৭).সবুজ(১৮),মাইনুদ্দিন(১৮) নামক ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় , গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল গ্রামে।


Shares