Main Menu

বিজয়নগরে বিদ্যুৎ এর লোডশেডিং এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

+100%-

নিজস্ব সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার সন্ধ্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। এসময় অবরোধ এলাকার দূ’পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দিবাগত রাতে সবেবরাত হওয়ায় হাজার হাজার মানুষকে এসময় দূর্ভোগে পোহাতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর দিনে কয়েক বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ বিদ্যুৎ বিভাগ কর্তৃক গ্রাহকদের নানা হয়রানীর প্রতিবাদে বিজয়নগর উপজেলার জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় মহাসড়কে নেমে আসে। বিক্ষুব্ধ উপজেলাবাসী সন্ধ্যা ০৬-১০ মিনিট থেকে ০৭-০৫ মিনিট পর্যন্ত প্রায় ১ঘন্টা উপজেলার চান্দুরা বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। অবরোধের কারনে দু’পাশে অন্তঃত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে স্থানীয় চান্দুরা ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান এম এ শামীমুল হক চৌধূরী বিক্ষুব্ধ উপজেলাবাসীর নেতৃত্ব দেন। এসময় দ্রুত এসমস্যার সমাধান না হলে, আরো তীব্রতর আন্দোলনের আল্টিমেটাম দেয়া হয়। খবর পেয়ে বিজয়নগরের ইসলামপুর ফাঁড়ির পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি সাভাবিক করলে সন্ধ্যা ০৭-০৫ মিনিটে মহাসড়কে যান চলাচল সাভাবিক হয়।






Shares