Main Menu

ভোট কারচুপির অভিযোগে বিজয়নগরে ৩ প্রার্থীর নির্বাচন বর্জন

+100%-

নিজস্ব প্রতিবেদক:::ব্যাপক অনিয়ম কারচুপির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে বিএনপি,জাতীয় পার্টির সহ তিন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন বিএনপি সমর্থিত প্রার্থী প্রার্থী শরিফুল ইসলাম, লিটন বিজয় নগরে জাতীয় পার্টির এমদাদ বারী ও স্বতন্ত্র প্রার্থী সাহিক সিরাজী।বিএনপি সমর্থিত প্রার্থী প্রার্থী শরিফুল ইসলাম লিটন (টেলিফোন) দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন জানান, আওয়ামী লীগের ক্যাডাররা ইসলামপুর,পত্তন,চম্পকনগর,সিংগারবিল,বিষ্ণপুর,পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতির উৎসব শুরু করেছে। দুপুর পর্যন্ত ভোট চলাকালে বিজয়নগরের বিভিন্ন ভোট কেন্দ্র দখলে নিয়ে নেয় আওয়ামীরীগ সমর্থিত প্রার্থীর লোকজন। কেন্দ্রগুলো হচ্ছে বড়পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখলা প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর মাদ্রাসা কেন্দ্র, আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরইসলামপুর প্রাথমিক বিদ্যালয়।


আওয়ামী লীগ প্রার্থীর দলের লোকজন ভোট কেন্দ্র দখল করে কারচুপি করেছে বলে অভিযোগ এনে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এড. শরিফুল ইসলাম লিটন ।






Shares