Main Menu

নৌকাবাইচকে কেন্দ্র করে সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর-আহত ৩০

+100%-

 

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা বাইচকে কেন্দ্র দু’দফা সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় কমপক্ষে পাঁচটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। বৃহষ্পতিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বোল্লা গ্রামের আবদুল আজিজ ও আবদুল জলিলের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার বোল্লা গ্রামে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগীতায় তৃতীয় স্থানে অবস্থানকারী আব্দুল হামিদের নৌকার মাঝি আবদুল আজিজের নেতৃত্বে প্রথম স্থান অধিকারী আবদুল জলিলের লোকজনকে মারধর করে। এরই জেরে বৃহষ্পতিবার সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। টানা প্রায় এক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পরে কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে আবদুল জলিল (৩৫), ফায়েজুল হক (২৫), আক্তার হোসেন (২৩), হোসেন মিয়া (২৫), আবদুল আজিম (২৬), মোক্তার মিয়া (২৮), আবুল কালাম (৩৮), আবুল হাসেম (৪৫), ইয়াছিন মিয়াকে (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও অন্যদের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষকালে দাঙ্গাবাজরা কমপক্ষে পাঁচটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পই মামলা দায়ের করেনি।’






Shares