Main Menu

নির্বাচনে অংশগ্রহণ করা না করা বড় কথা নয় সবার আগে প্রয়োজন দেশ রক্ষা করা : ইঞ্জিঃ শ্যামল

+100%-


দেশের মধ্যে যে দুর্নীতি, নৈরাজ্য আর অস্থিরতা বিরাজ করছে তা প্রতিহত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা বড় কথা নয়। সবার আগে প্রয়োজন দেশ রা করা। তারা যে মিথ্যা স্বপ্ন দেখিয়ে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রের নির্বাচন করতে চাচ্ছে তার জন্য চোখ খোলা রাখুন। বিগত পাঁচটি বছর দেখেছেন প্রতিহিংসা পরায়ন হয়ে পিলখানায় দেশের সূর্য সৈনিকদের হত্যা দিয়ে যারা মতার যাত্রা শুরু করেছে, অর্থের লোভে যারা পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক, শেয়ার বাজার, কুইক রেন্টাল এর নামে কোটি কোটি টাকা লুট করেছে আর শেষ প্রান্তে এসে সহজ সরল আলেম ওলামাদের পাখির মত গুলি করে মেরেছে তাদের থেকে সাবধান। তাদের মতার ব্যবহার দেখে সাধারণ মানুষ বাকশালের কথা স্মরণ করে।
গতকাল ৬ই সেপ্টেম্বর, শুক্রবার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে সাতবর্গ, আলীনগর, বিন্নীঘাট, ইসলামপুর, মেড়াশানী, বুধন্তী গ্রামে গণসংযোগের পর কেনা বাজারে পথ সভায় জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এই কথাগুলো বলেন। ১নং বুধন্তী ইউনিয়নের বিএনপির সভাপতি সীতাংশু কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.কে মঈনুদ্দিন মেনু পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন যেকোন মূল্যে প্রতিরোধের আন্দোলনে সকলকে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে স্বপ্ন আওয়ামীলীগ দেখছে তা পূরণ হলে বাংলাদেশের অপমৃত্যু হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি হারুন মুন্সী, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ন হাজী মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক তানিম শাহেদ রিপন, থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা যুবদলের সদস্য আতিকুল হক জালাল, পৌর যুবদলের সদস্য সচিব এডঃ মাসুদ, জেলা জাসাস এর সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নুরুল হুদা, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সানী, সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, ১নং বুধন্তী ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান লাফু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া, যুগ্ম সম্পাদক রাষ্টু মিয়া, সহ সভাপতি মাহবুবুল আলম, সেমড়ার নোয়াব মিয়া, মহারাজ মেম্বার, মাহফুজ মিয়া, যুবদল নেতা মিজানুর রহমান, বুধন্তি ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলেফ খাঁ, কেনাবাজারের মহারাজ মেম্বার, কলেজ শাখার সহ সভাপতি আশরাফুল সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন, কামাল, নোমান, অতুল, বুধন্তি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি উজ্জ্বল খান, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুব, রাসেল, মামুন, এনাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

 

 







Shares