Main Menu

জমি নিয়ে বিরোধের জের, বিজয়নগরে প্রতিবন্ধী কলেজ ছাত্রীকে মারধর

+100%-

প্রতিবেদক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শারীরিক প্রতিবন্ধী এক কলেজ ছাত্রীকে মারধর ও তার বাড়িতে হামলা-ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কলেজ ছাত্রী রহিমা আক্তারকে (১৮) জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইব্রাহিমপুর গ্রামের রফিক মিয়ার সাথে প্রতিবেশী গেদু মিয়ার জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার বিকেলে গেদু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০) ও কালু মিয়ার (২৫) নেতৃত্বে প্রতিপক্ষের লোকেরা রফিক মিয়ার বাড়িতে হামলা করে। এসময় তারা রফিক মিয়ার শারীরিক প্রতিবন্ধী কন্যা স্থানীয় ইসলামপুর কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রহিমা আক্তারকে  মারধর করে। হামলাকারিরা রফিক মিয়ার ঘরে ঢুকে মালামাল ভাংচুর করে। পরে আহত রহিমাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রহিমার  মা সাহানা খাতুন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বিজয়নগর থানায় মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী  বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Shares