Main Menu

সমবায়ের মাধ্যমে যে কোনো ধরনের উন্নয়ন কাজ সম্ভব:: এড. তানবীর ভূইয়া

+100%-

Picture‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে বিজয়নগরে গতকাল শনিবার সকালে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করে। পরে এক সমাবেশ উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরীর বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূঞা। উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মহিউদ্দিন। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সিমনা স্মৃতি বহুমুখী সমবায় সমিতি লি. এর নির্বাহী পরিচালক কর্পো. (অব.) মোঃ শামীম মিয়া, কাজী রফিকুল ইসলাম ও জহিরুল ইসলাম নোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানবীর ভূইয়া বলেন, সমবায় দেশের অর্থনীতিকে গতিশীল করে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে পারে। সমবায়ের মাধ্যমে যে কোনো ধরনের উন্নয়ন কাজ সম্ভব। তিনি বিজয়নগরের প্রতি গ্রামে গ্রামে সমবায় সমিতি গড়ে তুলে বিজয়নগরকে সমবায়ের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুজন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শুরুতে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।






Shares