Main Menu

লইসকা বিলে যাত্রীবোঝাই ট্রলারডুবি: ৭ জনের বিরুদ্ধে মামলা

+100%-

বিজয়নগরে নৌকাডুবিতে ২২ জন নিহতের ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নৌ দুর্ঘটনায় চার জন স্বজন হারানো স্থানীয় চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় এই মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-নিরাপত্তা অধ্যাদেশ-১৯৭৬’র ৭০ ধারাসহ দণ্ডবিধির ২৮০/৩০৪/৩৩৭/৩৩৮/৪২৭/৪৩৭ ধারায় মামলাটি রুজু করা হয়।

আজ শনিবার দুপুরে দায়ের করা মামলাটিতে যে সাত জনের নাম আছে, তাদের মধ্যে ইতোমধ্যে পাঁচ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নৌ দুর্ঘটনার জন্য দায়ী বালুভর্তি ভলগেটের মাঝি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের আফজাল মিয়ার ছেলে জামির মিয়া, তার সহযোগী খোকন মিয়া, রাসেল মিয়া, মিস্টু মিয়া ও সোলায়মান মিয়া।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ‌২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।






Shares