Main Menu

মেডিকেলে ভর্তির টাকা ফেরত পেল নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেল শিক্ষার্থীর পরিবার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেলশিক্ষার্থী আরিফ বিল্লাহর ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেলশিক্ষার্থী আরিফ বিল্লাহর ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়েছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহর (২০) ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে তাঁর পরিবারের কাছে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আরিফ উপজেলার চম্পকনগর গ্রামে সৌদিপ্রবাসী জহিরুল হক ভূঁইয়ার ছেলে। তাঁর মা পারভীন ভূঁইয়াও স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে গত ২৮ আগস্ট রাতে দেশে ফিরে আসেন তাঁরা। আরিফ পরিবারের বড় ছেলে ছিলেন। এ বছর ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। পরিবারের অনেক স্বপ্নও ছিল আরিফকে ঘিরে। নৌকাডুবিতে আরিফের আকস্মিক মৃত্যু যেন পরিবারের সব স্বপ্নকেও ডুবিয়ে দিল।সূত্র:: প্রথম আলো






Shares