Main Menu

মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধকল্পে স্বাস্থ্য সহকারীরা কাজ করে যাচ্ছে: ডা. নিশিত নন্দী মজুমদার

+100%-

সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার বলেনছেন, মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধকল্পে স্বাস্থ্য সহকারীরা কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সহকারীদের দায়িত্বরত নিজ ওয়ার্ডের একটি কেন্দ্রের শিশু এবং মহিলাদের পুনঃবিবরণী তুলে ধরার নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্য সহকারিদের উদ্দেশ্যে আরো বলেন গর্ভবতী মায়েদের চেকআপ, আয়রন ট্যাবলেট সহ বিভিন্ন সেবা এবং শিশুদের নিয়মিত স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রত্যোকটি কমিউনিটি ক্লিনিকে মাদের নিয়ে সভা করার নির্দেশ প্রদান করেন।

গত মঙ্গলবার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে’র স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিজয়নগরের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর ও আখাউড়া স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহআলম, এস.এম.ও  ডা. রাসেল, জেলা ইপিআই সুপারেন্টেন্ট আমিনুল ইসলাম, জেলা স্বাস্থ্য ও শিক্ষা অফিসার হুমায়ূন কবির। এ সময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ, সকল স্বাস্থ্য সহকারি ও সিএইচসিপিগণ উপস্থিত ছিলেন।






Shares