Main Menu

বিজয়নরগর থানা পুলিশের হাতে ০৪ (চার) ডাকাত অস্ত্র সহ গ্রেফতার

+100%-

bijoy18115প্রেস রিলিজ:: অদ্য ১৮/০১/১৫ইং তারিখ রাত্রঃ ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোস্তফা কামাল পাশা, অফিসার ইনচার্জ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া নেতৃত্বে এস আই মোঃ শাহাদাত হোসেন ও এএসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত আব্দুর রহমান ফিলিং ষ্টেশনে অনুমান ৫০০ গজ পশ্চিম মায়ের দোয়া ব্রিক্স ফিল্ডের সামনে মহাসড়কের উপর ডাকতির প্রস্তুতি কালে আসামী ডাকাত ০১। বুলবুল মিয়া @ বুইল্লা (৪০) পিতা-মৃত ফজলুল হক সাং-কালীসিমা, ০২। মোঃ আব্দুল ছালাম (২৮) পিতা-মোঃ ইনু মিয়া সাং-ইব্রাহীমপুর, ০৩। ফারুক (৩০) পিতা-আব্দুর ছালাম, ০৪। মোঃ হোরন আলী (৫৫) পিতা-মৃত ছায়েদ আলী, উভয় সাং-ভাটিকালীসিমা (রামপুর), সর্ব থানা-বিজয়নগর জেলা-ব্রাক্ষণবাড়িয়াদের ধৃত করিয়া তাহাদের হেফাজত হইতে০১। একটি দেশীয় তৈরী পাইপ গান, ট্রিগার যুক্ত যাহা লম্বা অনুমান ১১ ইঞ্চি। ০২। একটি কাঠের বাটের যুক্ত যুক্ত রাম দা/ছেনা, যাহা বাটের অংশ ৭ ইঞ্চি, দা’ এর অংশ ২৮ ইঞ্চি। ০৩। একটি কাঠের বার যুক্ত রাম দা/ছেনা, যাহা বাটের অংশ ৮ ইঞ্চি এবং দা’ এর অংশ ২৩ ইঞ্চি। ০৪। একটি কাঠের বার যুক্ত চোরা, যাহা বাটের অংশ ৯ ইঞ্চি এবং চোরার অংশ ২১ ইঞ্চি। ০৫। একটি কাঠের বার যুক্ত রাম দা/ছেনা, যাহা বাটের অংশ ৯ ইঞ্চি এবং দা’ এর অংশ ২০ ইঞ্চি উদ্ধার করেন। তাহদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংগীয় পলাতক আসামী ০৫। আসকর আলী (৪৫) পিতা-মৃত মহেব আলী সাংÑজালালপুর, ০৬। মতলব (৪৬) পিতা-অজ্ঞাত সাং-মনিপুর (শশুর বাড়ী- বুধন্তী) উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়ার সহ অজ্ঞাত ০৮/১০ জন ডাকাত ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়াছিল। উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে এএস আই মোঃ ছালামত উল্লাহ বাদী হয়ে এজাহার দায়ের করিলে সূত্রাক্ত মামলা দুটি রুজু হয়। এস আই মোঃ শাহাদাত হোসেন মামলা দুটি তদন্ত করিবেন। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Shares