Main Menu

বিজয়নগর উপজেলা পরিষদের সাধারণ সভা

বিজয়নগর হচ্ছে উন্নয়নের রোল মডেল: ——-মোকতাদির চৌধুরী এমপি

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ, উপজেলা বিদায়ী প্রকৌশলী মোঃ শাহজাহান, আরডিও মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান শামীম চৌধুরী, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

সভায় প্রধান অতিথি বিজয়নগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন বিজয়নগর হচ্ছে উন্নয়নের রোল মডেল। সকল উন্নয়নকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। যার যার অবস্থান থেকে উন্নয়নের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সভা শেষে উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহানকে অবসর জনিতকারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বিদায়ী প্রকৌশলী তার দায়িত্বকালীন সময়ে সহযোগিতার জন্য মোকতাদির চৌধুরী এমপিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী শাহজাহানের কর্মকালীন সময়ের ভুয়সী প্রশংসা করে তার হাতে ক্রেস্ট তুলে দেন।

 






Shares