Main Menu

বিজয়নগরে ৭ দোকান মালিককে জরিমানা

+100%-

বিজয়নগর সংবাদদাতা ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করায় বিজয়নগর উপজেলার ৭ দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । সরকারী আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে। আজ শনিবার উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহের নিগার ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে ,করোনা ভাাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে দোকান বন্ধ না করে জনসমাগম করায় রামপুর বাজারের মা ভ্যরাইটিজ ষ্টোরের পলুকে ২ হাজার টাকা,রেজাউল স্টোরকে ১ হাজার টাকা, আমতলি বাজারের সুমন ষ্টোরকে ১ হাজার টাকা,স্বপন রায়কে ১ হাজার টাকা ,করিম মিয়ার দোকানকে ১ হাজার টাকা ,চান্দুরা বাজারের আল আমিন ষ্টোরকে ৫শ টাকা ,নিরঞ্জন সাহার টি স্টলকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে । এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহের নিগার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে দুপুর ২ টার পওে দোকান খোলা রাখার অপরাধে রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল ) আইন ২০১৮ ১ এর (খ ) ২ ধারায় ৬ জন দোকানীকে ৫০০০ টাকা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে ।এ অভিযান প্রতিদিন চলবে ।






Shares