Main Menu

বিজয়নগরে ৩দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ  শুরু

+100%-
বিজয়নগর প্রতিনিধি::স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়  ই মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন  কর সংগ্রহ  এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ  মিলনায়তনে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করেন।
অনলাইনে ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ে অবহিতকরন কর্মশালার প্রথম ‍দিনে উপস্থিত থেকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন  বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা।
প্রশিক্ষণে প্রকল্প অফিসার মেহেদি হাসান, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ ইসলাম উদ্দিন, ১০ ইউপির চেয়ারম্যানগণ, উপজেলা ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসের  কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নেন।





Shares