Main Menu

বিজয়নগরে সপ্তাহ ব্যাপী স্পট মিটারিং কার্যক্রম শুরু

+100%-

ব্রাক্ষণবাড়িয়া জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের আয়োজনে বিজয়নগর উপজেলার আওলিয়া বাজার ও পাহার পুরের বোটাং বাড়ি এলাকায় গতকাল(২৩ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯ ঘটিকায় ¯পট মিটারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
¯পট মিটারিং কার্যক্রমের নেত্রীত্ব দেন ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল
অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আহমদ শাহ্ আল জাবের ও সহকারী
জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মোঃ বাদল মিয়া।

আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)প্রকৌশলী মো. আহমদ শাহ্
আল জাবের বলেন, বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে “শেখ
হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিপাদ্য কে কেন্দ্র করে আমরা
দালালদের হাত থেকে গ্রাহক হয়রানি বন্দ করতে (২০-২৫ মার্চ) সপ্তাহব্যাপী ¯পট মিটারিং কার্যক্রম ব্যবস্থা চালু করেছি। এতে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে। আখাউড়া জোনাল অফিস বিদ্যুতের আওতাধীন সকল এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি আরো জানান, এ কার্যক্রমে গ্রাহক আবেদন করলে, ওয়ারিং পরিদর্শন করে তখনই নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সঙ্গে সঙ্গে গ্রাহকদের নতুন সংযোগ দেওয়া হচ্ছে।






Shares