Main Menu

বিজয়নগরে  লকডাউন  অমান্য করায় ২৬ মামলা 

+100%-
বিজয়নগর  সংবাদদাতা ::বিজয়নগর কঠোর লকডাউন এ বিধি নিষেধ  অমান্য করায় আজ শনিবার   উপজেলার বিভিন্ন স্থানে  মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী সহ  ২৬ জনকে  মামলা দিয়ে অর্থ দন্ড প্রদান  করা হয়েছে।আজ শুক্রবার সকালে  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত  চম্পকনগর বাজার,আড়িয়ল বাজার,সিংগারবিল বাজারে  অভিযান চালিয়ে  দোকান খোলার অপরাধে এবং অযথা মাস্ক ছাড়া  ঘুরাঘুরি করার অপরাধে  ১৭জনকে  ১৭ টি মামলায় ১৭৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
অন্যদিকে সহকারী কমিশনার ভুমি রাবেয়া  আসফার সায়মা   আওলিয়া বাজারে দোকান খোলা রাখা এবং মাস্ক ছাড়া অযথা ঘুরাঘুরি করার অপরাধে ৯ জনকে  ৯ টি মামলায় ৩২০০  টাকা জরিমানা প্রদান করেন।। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কে,এম ইয়াসির আরাফাত বলেন,করোনা ভাইরাস প্রাদুর্ভাব এ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ)  আইন ,২০০৫ ও
সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ২৬   জনকে ২৬ টি মামলায়  ২০ হাজার ৪০০  টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং  কঠোর লকডাউন মানতে   জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





Shares