Main Menu

বিজয়নগরে  লকডাউন  অমান্য করায় ১৩ মামলায় ৪৯,৭০০/= টাকা দন্ড প্রদান 

+100%-
 বিজয়নগর  সংবাদদাতা  , বিজয়নগর কঠোর লকডাউন এ বিধি নিষেধ  অমান্য করায় আজ রবিবার    উপজেলার বিভিন্ন স্থানে  মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী সহ ১৯ জনকে  মামলা দিয়ে ৪৯ হাজা র ৭০০ টাকা  অর্থ দন্ড প্রদান  করা হয়েছে এবং ৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত  আমতলী বাজার,চান্দুরা বাজার, ইসলামপুর বাজার ও সিমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে   অভিযান চালিয়ে  দোকান খোলার অপরাধে,মটর সাইকেল চালানো ও  অযথা মাস্ক ছাড়া  ঘুরাঘুরি করার অপরাধে  ১৯ জনকে  ১৩  টি মামলায় ৪৯ হাজার ৭০০  টাকা অর্থদন্ড প্রদান করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কে,এম ইয়াসির আরাফাত বলেন,সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১৯ জনকে ১৩ টি মামলায়  ৪৯ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং  কঠোর লকডাউন মানতে   জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মো,জিয়াদুল হক বাবু।





Shares