Main Menu

বিজয়নগরে রিনার পাশে উপজেলা প্রশাসন

+100%-

মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে অর্থ সহায়তা আনতে গিয়ে আঙুল হারানো রিনার পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ২ টার দিকে ব্রাক্ষনবাড়িয়া সরকারি হাসপাতালে দেখতে যান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো,মাঈন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত।তারা হাসপাতালে রিনার চিকিৎসার খোজ খবর নেন। এসময় ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান,প্রেসক্লাব বিজয়নগর সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, হরসপুর ইউনিয়নের সচিব খুরশিদ আলম উপস্তিত ছিলেন। পরে রিনার উন্নত চিকিৎসার বিজয়নগর উপজেলা প্রশাসন ১০ হাজার টাকা ও ইউনিয়ন পরিসদ ১০ হাজার টাকা সহায়তা দেন।

এব্যাপারে উপপরিচালক মাঈন উদ্দিন বলেন,গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন এটা গুরুত্ব সহকারে দেখেছেন এবং ঘটনাটি তদন্তের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।আমি আহত রিনার সাথে কথা বলেছি এবং তার চিকিৎসার জন্য নগদ কিছু অর্থ দিয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।প্রাথমিক ভাবে খবর পেয়ে চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে এবং চকিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। পরে তিনি বিকালে হরষপুর ইউনিয়ন পরিসদ এর ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় চেয়ারম্যান সারুয়ার আলম সহ মেম্বার, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী ও স্থানীয়দের কাজ থেকে খোজ খবর নেন।এসময় চেয়ারম্যান তার সকল চিকিৎসার ব্যয় বহন করবেন বলে জানান।






Shares