Main Menu

বিজয়নগরে মুজিব শতবর্ষ উদযাপিত

+100%-

মোঃ জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যেমে দিবসটির সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান নাছিমা মোকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে কেক কাটা হয় এবং ৩২ টি গৃহহীন পরিবারের মাঝে বাসগৃহের চাবি হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান নাছিমা মোকাই আলী, প্রকল্প কর্মকর্তা মোছাঃ শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, আল মামুন প্রমুখ।






Shares