Main Menu

বিজয়নগরে বাল্য বিবাহ বন্ধ করল প্রশাসন

+100%-

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে প্রশাসনের কারনে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক এর হস্তক্ষেপে এই বিয়ে বন্ধ হয়।

জানাযায়, হরষপুর ইউপির পাইকপাড়া গ্রামের আবু কালাম ফকিরের মেয়ে শিরিন আক্তার (১৬) সাথে একই ইউনিয়নের সোনামুড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে প্রবাসী মনিরুল ইসলাম এর বিয়ে ঠিক করে। এই খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভোমিক এবং হরষপুর ইউপি চেয়ারম্যান সারুয়ার মিয়া পুলিশ নিয়ে কনের বাড়িতে গেলে উভয় পরিবারের লোকজন বিয়ে ভেংগে দিয়ে মুচলেকা প্রদান করে।

এব্যপারে নিরুপা ভোমিক বলেন,বাল্য বিয়ের ঠিক করার খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে জন্মসনদে বয়স কম থাকায় মেয়ের বিয়ে ভেংগে দেওয়ার কথা বললে উভয় পরিবার মুচলেকা দিয়ে বিয়ে ভেংগে দেয়।






Shares