Main Menu

বিজয়নগরে প্রকৃচি বিসিএস এবং ননক্যাডার সমন্বয় কমিটির মানববন্ধন

+100%-

Manobbundhon_220041366প্রকৃচি বিসিএসসহ ২৬ ক্যাডার এবং নন ক্যাডার সমন্বয় কমিটি কর্তৃক পূর্বঘোষিত ‘কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে গতকাল বেলা ১২টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের বেতন, ভাতাসহ সকল আর্থিক বিষয়ে ইউএনও’র অন্যায্য স্বাক্ষর ও নিয়ন্ত্রণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেন। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে বক্তারা অবিলম্বে এ আদেশ বাতিল করার জন্য জোরালো আবেদন করেন। বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার ব্যাপারে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানান।

 






Shares