Main Menu

বিজয়নগরে পুলিশের সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় নিহত ২(ভিডিও)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির পৃথক ঘটনায় এক মাদক ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সিঙ্গাবিল এলাকা থেকে মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মেরাশানি বাজার এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে নুরুল ইসলামের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। তাদের হামলায় চার এসআই ও দুই কন্সটেবল আহত হয়। এরা হলেন, এসআই রফিকুল ইসলাম, এসআই সালামত উল্লা, এসআই মহিউদ্দিন, এসআই জালাল উদ্দিন, কনস্টেবল নুরুজ্জামান ও সাইফুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, একটি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি রামদা জব্দ করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার খেতাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির গোপন খবরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর হামলা চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বুলবুল নামে এক ডাকাত গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করে ডিবি পুলিশের ওসি মফিজ উদ্দিন।

 






Shares