Main Menu

বিজয়নগরের ইসলামপুরে কুইক রেসপন্স টিম গঠন

+100%-

মো,জিয়াদুল হক বাবুঃ সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গ্রামের আক্রান্ত কোন রোগীর শ্বাসকষ্ট হওয়া মাত্র দ্রুত সাহায্য পেতে “COVID- 19 Quick Response Team” গঠন করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার ইসলামপুর বাজারে বিজয়নগর কম্পিউটার ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুনছুরুল হক আকিকের উদ্যোগে গ্রামের মানুষের সহযোগীতায় এই টিমে পূর্ণমাত্রার অক্সিজেন সিলিন্ডার সেট, পাল্স অক্সিমিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরো অক্সিজেন সিলিন্ডার ও ২টি নেবুলাইজার মেশিন শীঘ্রই সংযুক্ত হবে ।

গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা শ্বাস কষ্টে ভুগছেন এমন যে কেউ এই সুবিধা ফ্রি পেতে পারেন।এসময় উপস্তিত ছিলেন বিজয়নগর কম্পিউটার ইন্সটিটিউট এর প্রতিস্টাতা মনছুরুল হক আকিক,ব্যবসায়ী আহমেদ হুসেন টিপু,কামরুল হাসান রিপন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সুহেল আল মাহমুদ,মো,আব্দুস সামাদ উজ্জ্বল, শেখ মহিবুল হাসান (হিমেল), মোঃ জুয়েল ভূঁইয়া,মোঃ তৌফিক খন্দকার,কাজী শরিফ মিয়া-মোঃ আল সেজান,মোঃ মারুফ আল নাহিয়ান প্রমুখ।






Shares