Main Menu

বিজয়নগরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে সমাজকে এগিয়ে নিতে হবে:মোকতাদির চৌধুরী এমপি

+100%-

জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে সমাজকে এগিয়ে নিতে হবে। বই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। শিক্ষার ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে। নারীরা আজ জাতির নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার বিজয়নগরে উপজেলা প্রশাসন আয়োজিত অমর একুশে উপলক্ষে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপজেলা চত্বরে অনুষ্ঠিত বই মেলায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, ভাইস চেয়ারম্যান বাবুল আকতার প্রমুখ। মেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণগ্রন্থাগার, মহিলা আওয়ামী লীগ, কাজী শফিকুল ইসলাম কলেজ, সীমনা লাইব্রেরী, স্টার লাইব্রেরীসহ ২৯টি স্টল বসে।

পরে মোকতাদির চৌধুরী এমপি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।






Shares