Main Menu

টাকার অভাবে কারো পড়ালেখা বন্ধ হবেনা _ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

মো: জিয়াদুল হক বাবু ঃ সোমবার সকালে বিজয়নগরের বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ,কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন , বর্তমান সরকার ২০১৭ সালের জানুয়ারীর ১ম দিনে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরন করেছে এবং মেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে এবং উপ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে , তাই টাকার অভাবে কারো পড়ালেখা বন্ধ হবেনা। শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়া করতে সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকরণ করতে চেষ্টা করছে।

স্কুল গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী আফরোজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ায়ারম্যান বাবুল আক্তার , জেলা পরিষদ সদস্য নাখলু আক্তার ,উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান সারুয়ার রহমান প্রমূখ।






Shares