Main Menu

ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে মহান শহীদ দিবস উদযাপন

+100%-

গত মঙ্গলবার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়। এতে প্রধান অতিথির ভাষণে বিদ্যালয়ের একক দাতা সদস্য ও গভর্নিং বডির সম্মানিত সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শহীদদের জীবনাদর্শ তুলে ধরে শিক্ষাথীৃদের উদ্দেশ্যে বলেন, ভাষা শহীদদের আদর্শ ও চেতনা প্রতেক্যের হৃদয়ে ধারণ করে সুখী সমৃদ্ধ দেশ গঠনে আতœ নিয়োগ করতে হবে। এছাড়াও তিনি সকল শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে পাঠ শেষে দেশ ও দশের সেবায় শিক্ষার্থীদের কে নিয়োজিত হবার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ১৯৫২ সালে ভাষা সৈনিকরা যদি আতœত্যাগ না করতে তাহলে আজকের এই দিনের সৃষ্টি হত না আর আমরাও মায়ের ভাষায় বক্তৃতা দিতে পারতাম না। শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার।
উক্ত অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত অভিভাক সদস্য বীর মুক্তি যোদ্ধা হাজী মোঃ জিতু মিয়া, কাজী ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, আলহাজ্ব আমেনা বেগম দারুল কুরআন মাদ্রসার প্রিন্সিপাল মুফতী সাঈদ আল মামুন, সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মোখলেছুর রহমা, সহ বক্তব্য রাখেন শেখ আক্তারুল ইসলাম ,আব্দুল কুদ্দুছ মাষ্টার,সাংবাদিক লিংকন চৌধুরীঃ প্রমোখ । দিবসের শুরতেই শহীদদের ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাআলহাজ্ব কাজী রফিকুর ইসলাম, বিদ্যালয়ের উদ্যেক্তা আলহাজ্ব আমেনা বেগম সহ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল মরহুমের আতœার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরবর্তি সময়ে শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ রচনা প্রতিযোগিতা, আবৃতি ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্টানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।






Shares