Main Menu

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

+100%-

বিজয়নগর সংবাদদাতা ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদ্রাসা সংলগ্নে কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক বাবু (১৪) মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত এমদাদুল হক বাবু নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার সাজু মুন্সির ছেলে।

আজ শুক্রবার (১ জুলাই) উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাও হাফিজুল উলুম মাদারাসার আবাসিক ছাত্র এমদাদুল হক বাবু(১৪) মাদ্রাসার প্বার্শবর্তী আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পেরে দিতে গিয়ে কাঁঠাল বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মাদ্রাসার হুজুরগন ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে অবহিত না করে তড়িঘরি করে নিহতের বাড়িতে লাশ পৌঁছে দেয়।

এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল হোসাইন আহমেদের মোবাইলে ফোনে দিয়ে সাংবাদিক পরিচয় দিলে কোন কথা বলা যাবে না বলে ফোন কেটে দেয়। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার লোকজন কাউকে অবহিত না করে লাশ নিহতের বাড়িতে পৌঁছে দেয়। এলাকার লোকজন থেকে খবর পেয়ে মাদ্রাসার কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।