Main Menu

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩,আহত ৩

+100%-


মো,জিয়াদুল হক বাবু ঃ জেলার বিজয়নগরে ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২) এর নাম পরিচয় জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের ওসি মো শাহজালাল আলম বলেন , সকালে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট ২২- ৮৭৭৯ মহাসড়কে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ২৯-৪২৪৪ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক ও আরেকজন আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদেরকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।


Shares