Main Menu

বিজয়নগরে মাদক ও বাল্যবিবাহ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহন করছে প্রশাসন

+100%-

জিয়াদুল হক বাবু :: বিজয়নগরের হরষপুর ইউনিয়ন পরিষদের বাজেট অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলি বলেছেন, বিজয়নগরে মাদক ও বাল্যবিয়ে রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সরকারিভাবে ১০ টাকা কেজি দরে দেওয়া চাল গরীবদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ সালের অবকাঠামোগত উন্নয়নের জন্য এক কোটি ১৫ লাখ টাকার বাজেট পেশ করেন চেয়ারম্যান মো.সারওয়ার রহমান ভূঞা। সচিব মো. খোরশিদ আলমের পরিচালনায় উক্ত বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, সাবেক চেয়ারম্যান এড. আবুল বাশার চেীধুরী, প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

এসময় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন ।






Shares