Main Menu

বিজয়নগরে মাদকসহ বিক্রেতা আটক

+100%-

বিজয়নগরে ইসকফ্ সিরাপসহ মাদক বিক্রেতা মো: বাদল মিয়া (৪৫) কে আটক করেছে বিজিবি । সে আখাউড়া উপজেলার সৈয়দ হোসেনের ছেলে ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকালে সিংগারবিল বিওপির হাবিলদার ফরিদ হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর রাস্তায় গাড়ীতে উঠার আগ মুহুর্তে তল্লাশী চালিয়ে ‌প্যাকেটে মুড়ানো অবস্থায় ২৬ বোতল ইসকফ্ সিরাপসহ বাদলকে আটক করে ।

এব্যাপারে ২৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শাহ আলী বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। আজ বিজয়নগর থেকে মাদক নিয়ে আখাউড়া যাওয়ার পথে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।


Shares