Main Menu

বিজয়নগরে ডাক্তার সহ ৭ জন করোনা পজিটিভ

+100%-

বিজয়নগর সংবাদদাতা- বিজয়নগর হাসপাতালের প্রাতিস্টানিক কোয়ারেন্টাইন এ চিকিৎসা দেওয়া ডাক্তার, স্টাফ সহ ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আগের ২ জন সহ ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মাঝে এক জন নারী চিকিৎসক আরেক জন পুরুষ চিকিৎসক ও জন স্টাফ রয়েছে। আর বাকী ২ জন হলেন গত ৭ ই এপ্রিল ভারত থেকে এসে প্রাতিস্টানিক কোয়ারেন্টাইন থাকা।

এব্যাপারে বিজয়নগর হাসপাতালের টি, এইচ,ও,আশরাফুল আলম স্বপন বলেন, নারী ডাক্তার সহ দুজন ডাক্তার ও ৩ জন স্টাফ প্রাতিস্টানিক কোয়ারেন্টাইন এ থাকা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এবং চিকিৎসা দিতে গিয়ে করোনা রোগীর সংস্পর্শ এসে আক্রান্ত হয়। আর বাকী দুজন ভারত থেকে ফেরত এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।গত ১৫ ই এপ্রিল দুই চিকিৎসক সহ ৭জনের নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরন করা হলে আজ বুধবার দুপুরে রেজাল্ট আসলে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের সবাইকে আইসোলেশন এ রাখা আছে।


Shares