Main Menu

বিজয়নগরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত 

+100%-
বিজয়নগর  সংবাদদাতা ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  ব্রিজে ওঠার সময় ট্রাক বিকল হয়ে হেলে পড়ে ট্রাক  চাপায় প্রাণ গেলো সিএনজি অটোরিকশা চালকের।আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকা-সিলেটে মহাসড়কের বিজয়নগরে বুধন্তী সোনাই নদীর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিএনজি অটোরিকশাচালক আক্তার হোসেন (৪০) মাধবপুর পৌরসভার জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কমলা ভর্তি ট্রাকটি বুধন্তী সোনাই নদীর উপর ব্রিজে উঠতে চাইলে বিকল হয়ে হেলে পেছন থেকে আসা সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। অন্যদিকে ট্রাকচালক আবুল কালামও আহত হয়েছেন।খাটিহাতা হাইওয়ে ফাঁড়ির ওসি শাহজালাল মিয়া  চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও সিএনজি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত ট্রাকচালক মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।

Shares