Main Menu

বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত

+100%-

বিজয়নগরে আজ যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বন্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে,আজ সকালে একটি র‍্যালী বের হয়ে উপজেলারর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিসদ চত্তরে উনার প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পরে উপজেলা পরিসদ চত্তরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়,

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজের সভাপতিত্তে ও শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এড,তানভির ভুইঞা বলেন, শোক দিবসকে শক্তিতে পরিনত করে সোনার বাংলা গড়ে তুলতে সকলকে একযুগে কাজ করতে হবে এবং শেখ হাসিনার মিশন,ভিষন বাস্তবায়নে কাজ করতে হবে, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি আলী আরশাদ,  ভাইস সচেয়ারম্যান ফয়জুননাহার টুনি,মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:জিয়াদুল হক বাবু,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান চোধুরী, যুবলিগ সভাপতি রফিক মাস্টার, সাধারন সম্পাদক রাসেল খান,শ্রমিকলীগ সভাপতি নুর আফজল, জেলা পরিসদ সদস্য নাখলু আক্তার, ছাত্রলীগের সভাপতি মাহবুব হুসেন, সম্পাদক রাজবি প্রমুখ।






Shares