Main Menu

বিজয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুলিশ ফাঁড়িকে জায়গার দলীল প্রদান

+100%-

মো,জিয়াদুল হক বাবুঃ মঙ্গলবার ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের- ২০২১ সনে অনুষ্ঠেয় এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসলামপুর পুলিশ ফাঁড়িকে জায়গার দলীল হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান ।

সভায় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্টুডেন্টদের পড়া লেখার বিকল্প নাই, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে মনযোগ দিয়ে পড়তে হবে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের একটি টার্নিং পয়েন্ট। যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল জিপিএ অর্জন করতে পারে তারাই তুলনামূলক ভাল বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং ছাত্র জীবনে বেশী বন্ধু বান্ধবীর প্রয়োজন নেই যেসকল বন্ধুদের পড়াশোনায় ভালো তাদের সাথেই যোগাযোগ রাখা দরকার। পরীক্ষা সময়ে ভবিষ্যতের কথা চিন্তা করে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকে সচেষ্ট হওয়ার আহবান জানান।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামপুর পুলিশ ফাঁড়ির একক জায়গা দাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোল্লা মোহাম্মদ শাহীন, সদর সার্কেল মোজাম্মেল হক রেজা , ওসি মির্জা মোহাম্মদ হাসান, অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, ইসলামপুর পুলিশ ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, আনোয়ার মাষ্টার, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, কুদ্দুস মাষ্টার প্রমুখ।


Shares