বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, অভিভাবক সদস্য আজিজুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিতু মিয়া প্রমুখ।
« সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে মাছের পোনা অবমুক্তকরণ »