Main Menu

বিজয়নগরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়।
চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ জানান, আরাফাত খাঁ (৯) ও মো. সামির (৮) নামের ওই দুই শিশু গতকাল রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খুঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে থানায় জিডি করে ফেরার পর পুকুরে তাদের লাশ ভেসে উঠে। আরাফাত সাটিরপাড়া গ্রামের এনাম খাঁর ছেলে আরাফাত ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে সামির। সামির তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, বিকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।


Shares