Main Menu

বিজয়নগরের মনিপুর-ইসলামপুর সড়ক ও ব্রীজ উদ্বোধন এবং ৭৯৬ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত: র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি

+100%-

গতকাল ১১ জুন রবিবার সকাল ১১ টায় রামপুর- মনিপুর রাস্তার উপর নির্মিত ব্রীজ ও লক্ষীমুড়া বড়পুকুরপাড় গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর- বিজয়নগর আসনের উন্নয়নের রূপকার র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাসী।যার ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। আপনারা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান তাহলে আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে তিনি বৈরি আবহাওয়া উপেক্ষা করে মনিপুর-ইসলামপুর সড়ক ও ব্রীজ, ৭৯৬ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে গ্রাম পরিদর্শন ও সাধারণ মানুষদের খোজ খবর নেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ম্যানেজার মোঃ আাব্দুল ওয়ারিদ, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার ( টুনি),
উক্ত অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান রতন, চরইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দানা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রাসেল খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।-এম.আমজাদ চৌধুরী রুনু






Shares