Main Menu

নির্বাচন যখনই হোক আমাদের প্রার্থী নৌকা,নৌকাকে সামনে রেখেই দলকে সংগঠিত-শক্তিশালী করতে হবে–উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর এগিয়ে নেয়া অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাজনৈতিক আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

গতকাল রোববার বিকালে ইসলামপুর বাজার এলাকায় এক সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য,জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,বিজয়নগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এড.তানবীর ভূঞা,কেন্দ্রীয় কৃষকলীগ অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া,যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মিরধা,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এফতেখারুল ইসলাম শামীম,সহসভাপতি জামাল উদ্দিন।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মিজানুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার,উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান,ফারুকুল ইসলাম,উপজেলা সহসভাপতি শামীমুল হক চৌধুরী,জেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আকতার,মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি।

এসময় নতুন ভোটার কলেজ ছাত্রী সায়মুন্নাহার মুন্না,মাগফুরা বেগম অর্থি নতুন সদস্যপদ গ্রহণ ও বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামীলীগের সদস্যপদ গ্রহণ করেন ইউপি সদস্য শামসু মেম্বার,সোলমান মেম্বার,আবদুল মেম্বার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,সাংগঠনিক কাজের মধ্য দিয়ে সংগঠনকে তাজা রাখতে হবে।যারা দলে নিস্ক্রিয় তাদের সক্রিয় করতে হবে।দলকে শক্তিশালী করতে হলে তরুন প্রজন্মেও মানুষদের বেশী করে দলীয় কাজে সম্পৃক্ত করতে হবে।গ্রামের মা-বোনদের কাছে দলের কাজকর্ম-সরকারের উন্নয়নকর্মকান্ড তুলে ধরতে হবে।তিনি আরো বলেন,নির্বাচন যখনই হোক আমাদের প্রার্থী নৌকা,নৌকাকে সামনে রেখেই দলকে সংগঠিত-শক্তিশালী করতে হবে।






Shares