Main Menu

গ্রেটার কুমিল্লা রিক্রুটিং এজেন্সি ওনার্স  ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন 

+100%-
বিজয়নগর সংবাদদাতাঃ গ্রেটার কুমিল্লা রিক্রুটিং এজেন্সি ওনার্স  ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।এতে মো: আসলাম খানকে সভাপতি ও এডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।গতকাল রবিবার বিকালে ঢাকার ফার্জ হোটেল এক অনারম্ভ র অনুষ্টানের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।উক্ত অনুষ্টানে আব্দুল সোবহান ভুইয়া হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি।বিশেষ অতিথি ছিলেন লে: জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মো: নিজাম উদ্দিন হাজারী এমপি,সাবেক এমপি  আব্দুল গফুর ভুইয়া, বায়রা সভাপতি মো: আবুল বাশার,বায়রা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, শফিকুল আলম ফিরোজ, নাসির উদ্দীন মজুমদার সিরাজ,হাব সভাপতি শাহদাত হোসেন তানজিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পন করা হয়।