Main Menu

থানার সামনে মাদকের আস্তানা, মাদক উদ্ধার র‌্যাবের, ব্যবস্থার আশ্বাস পুলিশের

+100%-

 

আশুগঞ্জ থানা থেকে ২০০ গজেরও কম দূরত্বে মাদকের আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পায় যে, আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামস্থ হোটেল রাজমনির বিপরিতে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মোঃ হাফিজ মিয়ার বাড়ীতে ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক জাতীয় ফেন্সিডিল, বিয়ার ও হুইস্কি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। সেখানে অভিযান চালিয়ে বসতবাড়ির  ছাদের উপর থাকা ০১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা খুলে ১১৫ (একশত পনের) বোতল ফেন্সিডিল, ০২ ক্যান বিয়ার, ০১ বোতল হুইস্কি এবং ০১টি মটরসাইকেল উদ্ধার করে তারা। এসময় মাদক সংরক্ষণ ও বিপননের অভিযোগে (১) মোঃ রিয়াজ (৩০), পিতা- অফিজ উদ্দিন, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ বর্তমানে সাং- সোনারামপুর সেলিম মিয়ার বাড়ীর ভারাটিয়া, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (২) মোঃ মজনু মিয়া (৩১), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- চরচারতলা, বর্তমানে- সাং- সোনারামপুর, (৩) রুবিয়া বেগম (২৫), স্বামী- মোঃ সোহেল, পিতা- আব্দুল হাফিজ মিয়া, সাং- মইসার বর্তমানে সাং- সনারামপুর (৪) আলেয়া বেগম (৫০), স্বামী- আব্দুল হাফিজ মিয়া, পিতা- মৃত মোমিন উদ্দিন শেখ, সাং- সোনারামপুর, সর্ব থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়কেও আটক করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এদিকে থানার ঠিক সামনে মাদকের আস্তানা কি ভাবে চলে সে বিষয়ে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রশ্নের উত্তর জানতে টোয়েন্টিফোরের প্রতিবেদক কথা বলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর এর সঙ্গে। আশুগঞ্জ থানা থেকে ২০০ গজেরও কম দূরত্বে মাদকের আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। আপনারা এ বিষয়টি জানতে পারেন নি কেন ? এমন প্রশ্নের উত্তরে এ ওসি জানান, আমরা বিষয়টি দেখব।






Shares