Main Menu

আশুগঞ্জে হরতাল বিরোধী কর্মসূচিতে মাঠে নেই আওয়ামীলীগ

+100%-

প্রতিনিধি॥বিগত দিনে হরতাল বিরোধী কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ মাঠে থাকলে বিএনপি ও জামায়াতে ডাকা চলতি সপ্তাহে হরতাল বিরোধী কর্মসূচিতে চোখে পড়ছেনা আওয়ামীলীগকে।এ নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। আবার তার জন্য তৃর্ণমূল  নেতাকর্মিরা  দলীয় গ্র“পিংকে দায়ী করছেন।

জানা যায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে  ও দেশের শিল্প ও বন্দর নগরী হিসাবে পরিচিত আশুগঞ্জ উপজেলা। বিগত দিনে হরতাল বিরোধী কর্মসূচিতে মহাসড়কে মুখোর ছিল আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। চলতি সাপ্তাহে একটি হরতালে ও আওয়ামীলীগের নেতাকর্মিদের হরতাল বিরোধী কর্মসূচি দেখা যায়নি। এ নিয়ে চলছে নেতাকর্মিদের ক্ষোভ আর মন্তব্য। পাশাপাশি বিএনপি প্রতিটি হরতালের পক্ষে মিছিল ও সমাবেশ করছে। ফলে ঝিমিয়ে পড়তে শুরু করেছে দেশের আওয়ামীলীগের দুর্গ্য হিসাবে পরিচিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। তার জন্য অনেকে দায়ী করছেন জেলা আওয়ামলীগ সম্প্রতি আশুগঞ্জে যে আহবায়ক কমিটি গঠন করেছে সেই সকল নেতাদের। তারা হরতাল বিরোধী কর্মসূচিতে নিয়ে মাঠে নাই কেন। এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। অনেকে প্রশ্ন তুলছেন যুগ্ন আহবায়ক আবু নাছের আহমেদকে নিয়ে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়াম্যান আবু আসিফ আহমেদ এর আপন ভাতিজা। তাছাড়া বিএনপি সাধারন সম্পাদক নাছির আহম্মেদ একই পাড়ার বাসিন্দা। ফলে তার পাড়ার লোকজন হরতালে সমর্থনে মিছিল করলে ও তাকে হরতাল বিরোধী কর্মসূচিতে দেখা যায়নি। অপর গ্র“পে যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি নেতেৃত্বে বিগত দিন গুলোতে হরতাল বিরোধী কর্মসূচিতে ব্যাপক ভুমিকা রাখলে চলতি সাপ্তাহে তাকেসহ তার গ্র“পের নেতাকর্মিদেরও মাঠে দেখা যায়নি। এ ব্যাপারে  এক গ্রুপের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়াকে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি। অন্য গ্রুপের আহবায়ক হাজী মাহবুবুর রহমান জানান জেলা সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলাম। তাই মাঠে নামতে  পারিনি। তবে প্রতিপক্ষ গ্রুপের উদ্দেশে তিনি বলেন তারা কি আওয়ামীলীগ করে কি না আমার সন্দেহ রয়েছে। কেননা তারা কোন সময়ই মাঠে ছিলনা। নির্বাচনের সময় তারা বিএনপির প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করেছে। তাদেরকেই নেতা বানিয়ে আবার জেলা থেকে কমিটি দেওয়া হয়েছে। যা হাস্যকর ও দুংখজনক।






Shares