Main Menu

দাদনের টাকার জন্য আশুগঞ্জে আটকে রাখা ৪ চাতাল শ্রমিক উদ্ধার

+100%-

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাদনের টাকার জন্য আটকে করে রাখা ৪ চাতাল শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের সুরমা অটো রাইস মিল থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
চাতাল সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের সুরমা অটো রাইছ মিলে দীর্ঘদিন ধরে কাজ করতো একই পরিবারের ৪ জন চাতাল শ্রমিক। সম্প্রতি তারা এই চাতাল থেকে অন্য চাতালে চলে যাওয়ার ইচ্ছে পোষন করে। এতে বেঁকে বসেন মালিক পক্ষ। তারা চলে যাবে এই ভয়ে গত কয়েকদিন ধরে তাদেরকে চাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাত ৮টার দিকে ওই চাতালে অভিযান চালিয়ে আটকে রাখা ৪ শ্রমিককে উদ্ধার করে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, দাদনের টাকা নিয়ে একই পরিবারের ৪ শ্রমিক অন্য চাতাল কলে চলে যাবে, এই ভয়ে গত দু’দিন ধরে  তাদেরকে সুরমা অটো রাইছ মিলে আটকে রাখা হয়। খবর পেয়ে তাদেরকে আমরা উদ্ধার করেছি। তিনি বলেন, এ ব্যাপারে চাতালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার হওয়া শ্রমিকদের নাম জানাতে পারেননি।






Shares