Main Menu

আশুগঞ্জে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের ধর্মঘট

+100%-

প্রতিনিধি ::সড়ক দুর্ঘটনায় নিহত ট্যাঙ্কলরি শ্রমিকের লাশ দেওয়ার দাবিতে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আশুগঞ্জ পদ্মা অয়েল কোম্পানি ডিপো থেকে ট্যাঙ্কলরি দিয়ে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও গাজীপুর জেলায় জ্বালানি তৈল সরবারাহ বন্ধ রয়েছে। পদ্মা অয়েল কোম্পানির আশুগঞ্জ ডিপোর ডিপো ইনচার্জ আহসান হাবিব জানান, প্রতিদিন আশুগঞ্জ ডিপো থেকে ১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল, ৩৫ হাজার লিটার কেরোসিন তৈল ব্রাক্ষণবাড়িয়াসহ ৭ জেলায় সরবরাহ করা হয়। কিন্তু ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে এসব জেলার জ্বালানি তৈল সরবরাহ বন্ধ রয়েছে। ব্রাক্ষবাড়িয়া ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন মোল্লা জানান, গত রোববার বিকালে ভৈরবে ট্যাঙ্কলরির শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর পুলিশ লাশ নিয়ে যায়। এ সময় পুলিশ দুর্ঘটনা না বলে হত্যাকা- হয়েছে বলে অভিযোগ করে। এতে পুলিশ লাশ দিতে অপারগতা প্রকাশ করে। পরে লাশ দেয়ার দাবিতে আজ সকাল থেকে আমাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। লাশ না দিলে আমাদের ধর্মঘট চলবে।






Shares