Main Menu

ভারতীয় ৫ হাজার টন চাল নিয়ে ৫টি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে

+100%-

প্রতিবেদক : বিনা শুল্কে ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় এবার ১০ হাজার টন খাদ্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রথম দফায় ৫ হাজার টন খাদ্য নিয়ে আসা ৫টি কার্গো জাহাজ আজ সোমবার বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করেছে। ভারতের অন্ধপ্রদেশের কাঁকিনাড়া থেকে এসব চাল ত্রিপরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌপথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করছে। এতে বাংলাদেশের পরিবহন ব্যবহার করা ছাড়া কোন প্রকার শুল্ক নেয়া হচ্ছে না। আশুগঞ্জ নৌবন্দর জেটিতে কাল বুধবার সকাল থেকে চাল খালাস শুরু করে কাভার্ড ভ্যানের মাধ্যমে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা নিয়ে যাওয়া হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই চাল খালাস ও ভারতে পাঠানোর ব্যাপারে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নৌ প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই এ খাদ্য শস্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাবে। তবে ওই চাল পরিবহনে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক ব্যবহার করা হচ্ছে। ৫ হাজার টন চাল ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেয়া হয়।পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গত ১০ জুলাই থেকে ১৪ জুলাই কলকাতার ডায়মন্ড হারবার পোর্টে প্রথম দফায় ৫ হাজার টন চাল জাহাজে লোড করার কাজ সম্পন্ন করে।পরে গত ২২ জুলাই কলকাতার ডায়মন্ড হারবার পোর্টে থেকে খাদ্য পণ্য নিয়ে ৫টি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।






Shares